এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ গত ৩০ জুলাই তার ফেসবুক আইডিতে হ্যাশট্যাগ দিয়ে লিখেন #stepdownhasina কিন্তু তার এসব লেখাব কারণে ছাতক আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার পরিবারকে হুমকিদামকি দিয়ে আসছে।তারা হুমকি দিয়ে ক্লান্ত হয়নি।মুখোশদারি পনেরো-বিশ জন লোক আগস্টের ৩ তারিখ বড় পলির গাঁও তার বাড়ি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।এতে তার কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়।



