ঈদ মুবারক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশের অবস্থানরত মুসলিম উম্মাহ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সৌহার্দ্য এবং সম্প্রীতির এক বন্ধন। আমরা বছরে দুইটি দিন একে অন্যের সাথে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেই। নেই কোন হিংসা কিংবা বিদ্বেষ। এবারের ঈদ হোক আমাদের জন্য ত্যাগের প্রধান শিক্ষা। যা থেকে আমরা পরবর্তী জীবনের জন্য কিছু অর্জন করতে পারি।
তিনি আরও বলেন – পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য যে বার্তা নিয়ে এসেছে তা আমরা কাজে লাগাতে হবে। মূল বার্তাটাই হচ্ছে মানবতার জন্য নিজেদের বিলিয়ে দেওয়া।বিশেষ করে আমাদের সিলেটের বন্যা কবলিত অঞ্চলের জন্য আমরা সবাই এক হয়ে তাদের পাশে দাড়াই। সেটাই হোক এবারের ঈদের প্রধান শ্লোগান।
আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা।



