মহান স্বাধীনতা দিবস ও জাতীয় উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির বলেছেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতার ডাক না দিতেন তাহলে আমরা আজ ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ চিন্তা করতে পারতাম না। সে সময় বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তাধারাই বাংলার স্বাধীনতার অন্যতম উদাহরণ। তিনি চেয়েছিলেন একটি শোষণ – লাঞ্চনাহিন একটি অবাদ রাষ্ট্র ব্যবস্থা। যার কারণে তার চিন্তা চেতনা কে আমরা স্মার্ট বাংলাদেশের চিন্তা বলতেই পারি।
তিনি আরও বলেন – শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জন্য নয় বরং বহির্বিশ্বের জন্য একটি শিক্ষা এবং আদর্শ রাজনৈতিক নেতা। পাশাপাশি তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।



