সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধুমহল সিলেট প্রতি বছরের মতো এবারো দরিদ্র-অসহায় মানুষদের মধ্যে ঈদ খ্যাদ্যসামগ্রী বিতরণ করেছে। সংগঠনটি তাদের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সিলেটের মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিগত ১৫ বছর থেকে আমি বন্ধুমহল সিলেটের সাথে আছি এবং দেখে আসছি প্রতিটি দুর্যোগ-দুর্দিনে তারা গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। আজকেও তাঁর ব্যতিক্রম হয়নি। প্রতি রমজানের মতো এবারো তারা ঈদের খুশি ভাগাভাগি করার জন্য দরিদ্র-অসহায় মানুষের জন্য ঈদের খুশি বিতরণের উদ্যোগ নিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য সামাজিক সংগঠনের জন্য অনুকরণীয়। মানুষ হয়ে সমাজের অবহেলিত মানুষের জন্য ভালো কিছু করতে পারা আনন্দের এবং গর্বের। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বন্ধুমহল সিলেটের উপদেষ্টা, সিসিক ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
৬ এপ্রিল (শনিবার) বিকালে নগরীর সুবিদ বাজার সিলভার ষ্টারের সামনে বন্ধুমহল সিলেটের উদ্যোগে ৯০টি পরিবারকে চাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, দুধ, সেমাই, ময়দা ৮টি ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বন্ধুমহল সিলেটের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখলাক উদ্দিন আহমদের পরিচালনায় ঈদের খুশি বিতরণে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট আব্দুল মালিক, সহ-সভাপতি শফিক নূর, মোঃ আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন সাহা, মহিলা সম্পাদিকা লিপি খান, ক্রীড়া সম্পাদক রুয়াইব আহমেদ, সমাজ কল্যাণ জামরুল ইসলাম লিটন, তানজিল আহমেদ অনিক, আতিক রহমান, আফজাল হোসেন, রবিউল ইসলাম রবি প্রমূখ।



