পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ বিদেশের অবস্থানরত সকল মুসলিম উম্মাহ’ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী-কে এবং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নবাসী-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ-সভাপতি কাজী মাওলানা বদরুদ্দোজা।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের জীবনে যেন নিয়ে আসে আল্লাহর রহমত। বর্তমান সমাজের দৃষ্টিকোণ থেকে উন্নত এবং আদর্শ সমাজ বিনির্মান হোক পবিত্র ঈদুল আযহার প্রধান শিক্ষা। আমরা যেন সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের সাথে হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারি।
তিনি আরও বলেন – বিশেষকরে দেশে এবং প্রবাসে থাকা আল্লামা ফুলতলী র. এর আদর্শের বাহক আল – ইসলাহ, তালামীযে ইসলামিয়া সহ লতিফিয়া ক্বারী সোসাইটি এবং সহযোগী সকল সংগঠনের সকল সদস্যদের প্রতি রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা।
এছাড়াও বর্তমান সময়ে সিলেটের বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।



