পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন
“ঈদ মোবারক”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী সহ দেশ বিদেশের অবস্থানরত মুসলিম উম্মাহ’র প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন – ঈদ মানে আনন্দ, খুশি এবং ত্যাগের শিক্ষা। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে আল্লাহর নিয়ামত হিসেবে আসা গুরুত্বপূর্ণ দিন ঈদ একটি শিক্ষার বার্তা নিয়ে আসে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করি৷ এবারের ঈদের মূল শিক্ষা হোক মানুষের মধ্যে ভ্রাতৃপ্রেমী সৃষ্টি করা এবং অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।
তিনি আরও বলেন – আমরা যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি পাশাপাশি যাকাত আদায়ের মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারি।
তিনি বলেন – রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের উচিত একে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া।
ঈ দ মো বা র ক



