সিলেটের ওসমানীনগরের ৮নং গোয়ালাবাজার ইউনিয়নের নিজ-করনসী গ্রামে একাঘরে পেয়ে যুবতীর উপর হামলা করে ইমরান হোসেন গফুর বক্স ও তার মামাত ভাই মিছলু মিয়া নামক দুই সন্ত্রাসী।
সরেজমিনে জানাগেছে আজ ১৭ মার্চ (রবিবার) করনসী গ্রামের কাদির বক্স ও লুতপা বেগম দম্পতির একমাত্র মেয়ে শারমিন বেগম (১৮) এর উপর এ হামলা ঘটে।
জানাগেছে পূর্বের পারিবারিক শত্রুতার জের ধরে শারমিন বেগমের বাবা, মা ও ভাইয়ের উপর গত ১৮ জানুয়ারী মাননীয় অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী ০১নং আদালত সিলেট ওসমানীনগর সিআর মামলা নং ১৬/২০২৪ইং থাকাবস্থায় গত ১৪ মার্চ (বৃহস্পতিবার) ওসমানীনগর থানায় আরেকটি মামলা দায়ের করে ইমরান হোসেন গফুর বক্স এবং ১৫ মার্চ (শুক্রবার) ভোরে শারমিন বেগমের বাবা কাদির বক্সকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
শারমিন বেগমের মা ও বড় ভাই বাড়ীতে না থাকায় এবং তার পার্শ্বের ঘরে চাচা/চাচী ঘরে নেই সেই সুযোগে সকাল ১১ ঘটিকার সময় ইমরান হোসেন গফুর বক্স ও তার মামাত ভাই মিছলু মিয়া শারমিন বেগমের ঘরে ঢুকে তাকে গলায় চেপে শ্বাসরোদ্ব ও শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
শারমিন বেগমের শুর চিৎকার শুনিয়া তার চাচাতো বোন আসিলে ইমরান হোসেন গফুর বক্স ও তার মামাত ভাই মিছলু মিয়া পালিয়ে যায় পরে ইর্মাজেন্সী ৯৯৯ কল করিয়া নিরাপত্তা চাহিলে প্রায় এক ঘন্টা পরে আসে ওসমানীনগর থানা পুলিশ, ততক্ষনে আসামীরা বাড়ী থেকে পালিয়ে যায়।
শারমিন বেগম বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন, শারমিন বেগম বলেন আমার বাবা,মা ও ভাই কেহ আমার বাড়ীতে নেই বিধায় আমার জীবনের নিরাপত্তার ঝুকি রহিয়াছে আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।
৯৯৯ এর অভিযোগ পেয়ে ওসমানীনগর থানার এস আই কাশি চন্দ্র শর্মা ঘটনাস্থলে পৌছালে অভিযুক্তদের ঘরে তালা ঝুলানো মিলেছে বলে জানান।
ওসমানীনগর থানা অফিসার্স ইনচার্য রাশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



