সরেজমিন থেকে তত্ত্ব অনুযায়ী জানা যায়,
১.আকমল হোসেন তালুকদার,
(চেয়ার প্রতিক) নিয়ে নির্বাচন করে সর্বোচ্চ ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি ২. মোঃ ডলু মিয়া (ছাতা প্রতিক) পেয়েছেন ৩২ভোট।
সাধারণ সম্পাদকঃ পদে-১. সৈয়দ রনি হাসান সালাম, তালা প্রতিকে ভোট পেয়েছেন ১৬৭
তার নিকটতম প্রতিদ্বন্ধি ২. মোঃ রহিম উদ্দিন, আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৮৪
সহ সভাপতিঃ পদে-
১. আং মন্নান, মার্কা মোটরসাইকেল ভোট ১৩১
২. আং খালিক, মার্কা মোরগ ভোট ৮৯
৩. আং রহমান, মার্কা রিক্সা ভোট ৩১
সহ সাধারণ সম্পাদকঃ পদে-
১. ময়নুল ইসলাম, মার্কা মই ভোট ১৩৪
২. জুবেল আহমদ, মার্কা মাছ ভোট ৬৭
৩. শ্রী চন্দন ভৌমিক, (মার্কা কাপ পিরিচ ভোট ৪৫
সাংগঠনিক সম্পাদকঃ পদে- ১. দেলদুয়ার হোসেন লিটন, মার্কা গরু গাড়ী ভোট ১৬৬
২. জুয়েল আহমদ, মার্কা চশমা ভোট ৭০
কোষাধ্যক্ষঃ পদে- ১. শাহ মোঃ ছালেক আহমদ মার্কা হাতী ভোট ১২৭
২. ইন্জিঃ সোহাগ উদ্দিন, মার্কা বাঘ ভোট ১২১
প্রচার ও দপ্তর সম্পাদকঃ পদে-
১.পারভেজ আহমেদ, মার্কা কলস ভোট ১৬৪
২.মোঃ আসুক মিয়া, মার্কা আপেল ভোট ৮৪
ক্রীড়া ও সাংসৃতিক সম্পাদকঃ পদে- ১.সেলিম আহমদ, মার্কা বল ভোট ১৩৯
২.রিপন মাহমুদ, মার্কা বাস ভোট ১১২
বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত সদস্য হলেন, ১.আং সামাদ তালুকদার।
২.শেখ সুমেল আহমদ সিদ্দিকী।
৩. মোঃ আব্দুল জলিল।
সকাল ১০ ঘটিকা হতে শুরু করে একটানা বিরতিহীন ভাবে ভোট চলে বিকাল ৩ ঘটিকা পযন্ত, বিকাল ৩ ঘটিকা হতে ভোট গননা শুরু হয়।
বিকাল ৫ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, বণিক সমিতি ষ্টেশন বাজার ভাটেরা এর প্রধান নির্বাচন কমিশনার, ভাটেরা স্কুলের প্রধান শিক্ষক জনাব, ইব্রাহিম তালুকদার।



