নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে তার অনুসারীদের সঙ্গে নাচতে দেখা গেছে।
শুক্রবার (১১ জুন) কাদের মির্জা সমর্থিত কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে তাকে গানের সঙ্গে নাচতে দেখা যায়। ওই সময় তার অনুসারীরা পুরো অনুষ্ঠানটি ফেইসবুকে লাইভ করলে নাচের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে কাদের মির্জা স্টেজ থেকে নেমে অনুসারীদের মাঝে অবস্থান নেন। এ সময় অনুসারীরা তাকে ঘিরে গানের ছন্দে ছন্দে নাচতে থাকেন। কাদের মির্জাও অনুসারী নেতাকর্মীদের সঙ্গে নেচে সঙ্গ দেন।
এরপর রাত পৌনে ৮টার দিকে কাদের মির্জা ২ মিনিট ২ সেকেন্ডের নাচের ভিডিওটি নিজের ফেসবুক লাইক পেজে আপলোড করে লিখেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আনন্দ উল্লাস উদযাপন।
জালালাবাদ / ৪৭৯০৯৩২/ নাবিল



