বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বদলেছেন, এদেশের শিক্ষাব্যবস্থা চালু হয়েছে আলেম উলামাদের দ্বারা। এই দেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে। যারা দেশের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন তারাইতো প্রকৃত দেশপ্রেমিক।
তিনি বলেন, এদেশের ইসলামী শিক্ষাব্যবস্থাকে যদি পশ্চিমা সংস্কৃতির সাথে যুক্ত করা হয় তবে আমরা তা মেনে নেব না। এর জন্য যদি প্রথম কোন জীবন দিতে হয় তাহলে আমি হুসামুদ্দীন প্রস্তুত রয়েছি। দেশের শিক্ষাব্যবস্থাকে যে বা যারা ধংশ করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আজ বৃহস্পতিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার গভর্নিং বডির সভাপতি গোলাম মৌলার সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ বোরহান উদ্দিন সালেহী, মাদারবাজার এফ ইউ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. শহীদ আহমেদ বোগদাদি, একুশে টেলিভিশনের ইসলামি আলোচক হাফিজ নেছার উদ্দিন সালেহী, খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, রবিরবাজার ফাজিল ডিগ্রী মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন হাটুভাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মুহি উদ্দিন, সমাজসেবক আলী হাসান শাহীন, মাদরাসার এডহক কমিটির সাবেক সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু, উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এম এ জলিল, প্রমুখ।



