আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে দশ দলীয় জোটের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। এ আসনে জোটের আসন সমঝোতার কারণে পূর্ববর্তী ঘোষিত প্রার্থী মাওলানা লোকমান আহমদের পরিবর্তে দশ দলীয় জোটের পক্ষে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) প্রতীক নিয়ে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এমরান আহমদ জানান, আমাদের দাড়িপাল্লার বিজয় নিশ্চিতে আমরা জোটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর জন্য কাজ করে যাচ্ছি। আশাবাদী আমরা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হব। মাওলানা লোকমান আহমদ দলের সিদ্ধান্ত মেনে জোটের পক্ষে দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলায় সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছেন বলে জানান।
তিনি আরও জানান, নির্বাচনে যারা অংশ নিয়েছেন সবাই আমাদের চোখে সমান। প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিযোগিতার মাধ্যমে আমরা যেন কাজ করে যেতে পারি দেশের কল্যাণে।
এ বিষয়ে জোটের প্রার্থী রাজু বলেন, আমি শতভাগ ভোটারদের সাড়া পাচ্ছি এবং ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে এ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে কোন প্রার্থীদের নিয়ে আচরণবিধি লঙ্গনের কোন অভিযোগ পাওয়া যায় নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন ও সিলেট-৬ আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতীক পেয়েছেন।
সিলেট-৩ আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ও স্বতন্ত্র প্রার্থী মইনুল বকর (কম্পিউটার)।
উল্লেখ্য – সিলেট ৩ আসন দক্ষিণ সুরমা – ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত। এ আসনে প্রায় ৪ লক্ষাধিক ভোটার রয়েছেন।



