বর্তমান প্রেক্ষাপটে কঠিন সময় যাচ্ছে বিএনপির। এর মধ্যে নির্বাচনে যাচ্ছে না দলটি। নির্বাচন বর্জন এবং আন্দোলনের মাধ্যমে সময় পার করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। প্রায় নেতাই বর্তমানে কারাগারে আবার কিন্তু নেতাকর্মী দলীয় নির্দেশনা অনুযায়ী আত্মগোপনে রয়েছেন। কিন্তু এর মধ্যে যে এক অবাধ্য – সাহসী – বীরের ছায়া নিয়ে পুণ্যভূমি সিলেটের বিএনপির রাজনীতিকে ধরে রেখেছেন তিনিই হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক বীর সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক – বর্তমান সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ পর্যন্ত এমন কোন দিন নেই মাঠে ছিলেন না জামাল। কর্মীদের গাড়িতে তুলে নিজে পায়ে হেটে স্লোগান তুলেছেন বারবার। কত নিপীড়িত কত হামলা – মামলা তবুও কোন কিছুর পরোয়া নেই এই বীর খান জামালের।
গত এক মাসব্যাপী বিএনপির যত কর্মসূচি এসেছে সবগুলো পালন করেছেন দায়িত্ব নিয়ে। কিন্তু মাঠে দেখা যায় নি সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী কিংবা তৃণমূলের তেমন কোন নেতাকে। এ যেন একাই রাজনীতির দাড়প্রান্তে দাড়িয়ে নিজের দলকে সামলে নিচ্ছেন আব্দুল আহাদ খান জামাল।



