ফেঞ্চুগঞ্জ উপজেলার ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা ও রাত্রি যাপন গতকাল ৮ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে অন্যতম ছিল তাবু টাঙ্গিয়ে রাত্রি যাপন, খাবার, রাতের সৌন্দর্যের সাথে আনন্দ উল্লাস। এতে মেতে উঠেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৮ ব্যাচের ইফতিয়াক আহমদ মাহি, মামুন আহমদ, ওয়াহিদ আহমদ,আবুল হোসেন, পার্বেজ আহমদ, সৌরভ দাশ,তানবির আহমদ,সেজু, মিজু, সাজ্জাদ,তামিম আহমদ, রায়হান জয়নুল,রাহাত,শিমুল,পলাশ,মারুফ,ফাহাদ,ইমন।



