বর্তমান সময়ে ক্লাস সেভেনে পড়ে এমন শিক্ষার্থীদের হাতেও রয়েছে স্মার্টফোন। আপনি যতই বলুন না কেন যোগাযোগ ব্যবস্থার জন্য তাকে অভিভাবক সেটা দিয়েছেন কিন্তু এর বিপরীতে কি হচ্ছে খোঁজ নিচ্ছেন কি?
একটা সময় ছিল যখন স্কুল ছুটির পর বিকেল বেলা পাড়া মহল্লা অথবা গ্রামে ফুটবল ক্রিকেট খেলাধুলায় ঝাপিয়ে পড়ত শিক্ষার্থীরা। বর্তমান ২০২৩ সালে এসে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার সময় জাতীয় সংগীত গাইতে হয় তা মনে হয় শতক্ষরা ৯৫% শিক্ষার্থী জানেই না।
ফেইসবুক বিজ্ঞাপনঃ
ফেইসবুকে যখন একজন শিক্ষার্থী নিউজ ফিডে যায় তখন বিভিন্ন এলোমেলো বিজ্ঞাপন তার চোখের সামনে আসে। পরবর্তীতে সে এগুলোকে তার নিয়ন্ত্রণে নেয়। এই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন নীতিমালা অত্যন্ত জরুরি। যেমন – বর্তমান সময়ে আলোচিত অনলাইন জোয়ার এপস ওয়ান এক্স ভেট, মেলবেট, মোস্ট বেট সহ বিভিন্ন জোয়ার বিজ্ঞাপন ফেইসবুক ভিডিওতে দিচ্ছি। শুধু তাই নয়- সাধারণত এগুলো বেশি দেখা যাচ্ছে মুবাইল গেইমে। এ থেকে পরিত্রাণের উপায় কি?
গুগলে সার্চ ইঞ্জিনঃ
সাধারণ জ্ঞান অর্জন অথবা বিভিন্ন প্রয়োজনে শিক্ষার্থীরা গুগলে সার্চ করে থাকে। বিভিন্ন রেজাল্ট কিংবা বইয়ের খোঁজে গুগলের সাহায্য নেওয়া প্রয়োজন হয়। তখন কিভাবে কোন এক উপায়ে বিভিন্ন ওয়েভসাইটে ডুকিয়ে দেয় গুগল। যার ফলাফল আজকের এই অনলাইন জোয়া।
এ থেকে পরিত্রাণের একমাত্র মাধ্যম সরকারের তথ্য প্রযুক্তি আইন এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা।
লেখক:
মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
সম্পাদক ও প্রকাশক- ডেইলি জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর।



