উন্নয়ন অনেক বড় বিষয় , মানুষের উন্নয়ন সবার আগে প্রয়োজন : এড. মন্টু
সিলেট ৩ আসনের মানুষের উন্নয়ন অগ্রগতি তাদের অধিকার প্রসঙ্গে বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিলেট ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, রাস্তাঘাট নির্মাণ সেটা যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা ছাড়া বানিজ্য সম্ভব নয়। কিন্তু যারা বলেন উন্নয়ন করেছি সেখানে একটি প্রশ্ন বারবার উঠে আসে। সেই প্রশ্ন হল মানুষের কি উন্নয়ন হয়েছে। দ. সুরমা- ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জের মানুষ কতটা উন্নত হতে পেরেছে তা মানুষ ভাল করেই জানে। সেই প্রসঙ্গে তিনি বলেন, শিল্প নগরী সারকারখানায় হাজারো শিক্ষিত যুবক কেন কর্মসংস্থান পায় না, রয়েছে বিদ্যুৎ প্রকল্প। চাকরির নিশ্চয়তা থেকে বঞ্চিত দ. সুরমা, ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জের মানুষ।
তিনি বলেন – আমি চাই মানুষের উন্নয়ন হউক। মানুষের উন্নয়ন হলে মানুষ তার যে সকল খ্যাতে উন্নয়ন প্রয়োজন সেখানে উন্নয়ন করবে। বার বার দাবি রেখেছিলাম ফেঞ্চুগঞ্জ সারকারখানায় সিলেট ৩ আসনের অন্তর্ভুক্ত মেধাবী শিক্ষার্থীরা যেন সুযোগ পায়। কিন্তু আজও তা হয়নি। আমি চেয়েছি চিকিৎসা ব্যবস্থা এমন হউক যাতে সামান্য কারণে যেন মানুষ সিলেট কিংবা ঢাকায় যেতে না হয়। কিন্তু আমার দৃষ্টিতে ফেঞ্চুগঞ্জ – দক্ষিণ সুরমা – বালাগঞ্জের মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কিন্তু সকল সুবিধাই দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সেই সুবিধা কেন জনগণের কাছে পৌঁছে না তা বোঝা অনেক কঠিন। মানুষের চাহিদা – তার সক্ষমতা যেন বৃদ্ধি পায় সেদিকেও জনপ্রতিনিধিদের খেয়াল রাখা উচিত ।
এক প্রশ্নের জবাবে, আব্দুর রকিব মন্টু বলেন, আমাকে যদি নেত্রী মনোনয়ন দেন এবং নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজই হবে প্রতিটি ঘরে ঘরে যেসকল শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে কাজে লাগানো। যতটুকু সম্ভব তারা যেন দেশের কল্যাণে কাজ করতে পারে।
আমি মনে করি উন্নয়ন মানে সবদিকের ব্যবস্থা। সামাজিক জীবনে বিভিন্ন মাধ্যম এবং শ্রেণির বিভক্তি রয়েছেন। তাদেরকে কতটুকু উন্নয়ন করতে পারলেন সেটাই মূল কথা।
তিনি বলেন, সারা দেশে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাই কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের সিলেট ৩ আসনে তেমন প্রতিফলন পাইনি। যে কারণে এখনো আমরা অনেক পিছিয়ে আছি।
আব্দুর রকিব মন্টু বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ মানে কি সেটা যদি না বোঝেন তাহলে আপনার দ্বারা উন্নয়ন সম্ভব নয়। দেওয়ার অনেক কিছু আছে যা দিতে হবে। তৃণমুলে যদি কিছু না পৌছায় তা তো উন্নয়ন হতে পারে না।



