করোনার দ্বিতীয় ঢেউ যেন সিলেটের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। অন্যদিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যা সংখ্যার অধিক রোগী হওয়ায় অধিকাংশ রোগীর চিকিৎসায় বিঘ্ন ঘটছে।
সর্বশেষ গত ৭ জুলাই সাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু সিলেটে মারা গেছেন ৯ জন। আক্রান্ত প্রায় তিনশর অধিক। যারাই আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে ৩০-৪০ বছরের রোগীর সংখ্যা বেশি।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন ও আইসিইউ সংকট। এর ফলে রোগীদের নিবিড় পরিচর্যা করার কোন সুযোগ পাচ্ছেন না চিকিৎকরা। আইসিইউতে অধিক রোগী থাকায় সেখানে এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।
রোগীর আত্মীয় স্বজনরা খুজে বেড়াচ্ছেন করোনা থেকে সেরে উঠা রোগীদের প্লাজমা। এতেও সৃষ্টি হয়েছে সংকট। পাওয়া যাচ্ছে না কোথাও।
সিলেট জেলা সিভিল সার্জন জানিয়েছেন, নিজ নিজ অবস্থান থেকে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন কিন্তু অতিরিক্ত রোগীর চাপে তা ব্যহত হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে সাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।



