গতকাল ২৮ মে ২০২৫ ইংরেজী বুধবার। এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে, অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া।সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক সাহেদ এর পরিচালনায় সম্মেলনের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ক্বারী আহমদ হাসান।
সভাপতির উদ্বোধনী বক্তব্যের পরে বিগত বছরের আর্থিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন সংগঠনের ট্রেজারার শেখ মুনাওয়ার হোসেন ও সাংগঠনিক রিপোট পেশ করেন সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল খালিক সাহেদ।
এরপর সংগঠনের প্রাইমারী মেম্বারগণের মধ্যে যারা উপস্হিত ছিলেন তাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে জবাব প্রদান করা হয়।
উক্ত সাধারণ সভায় সংগঠনের প্রাইমারী মেম্বার, ফুল মেম্বার ও উপদেষ্টাগণ উপস্হিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন টাওয়ার হামলেস্ট কাউন্সিলের ইস্পিকার সুলুক মিয়া এবং ডেপুটি মেয়র মাইয়ূম মিয়া তালুকদার।
এছাড়া সংবিধানে কিছুটা সংশোধন করা, সদস্যদের মধ্যে যোগাযোগের বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় এবং আগামী বছরের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়।
উক্ত সম্বেলনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর আব্দুল কাদির সালেহ, শায়খ আব্দুর রহমান মাদানী, মাওলানা নজরুল ইসলাম, শায়খ আবুল হোসেন খান, শায়খ সাদিকুর রহমান, মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা হেলাল উদ্দীন আহমেদ, হাফিজ মাওলানা আব্দুল করিম।
ইসি মেম্বারগণের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ হোসাইন আহমেদ, হাফিজ সৈয়দ নাঈম আহমেদ, মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা দিলুয়ার হোসেন, মাওলানা আবু সুফিয়ান, হাফিজ কামরুজ্জামান, মাওলানা জালালুদ্দীন কালারুকী, সুহেল আহমেদ, হাফিজ সালেহ আহমেদ।
সংগঠনের প্রাইমারী মেম্বারগণের বক্তব্য রাখেন, মুফতি আব্দুল ওয়াদুদ, মাওলানা জইন ঊদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হাবীবুর রহমান,মাওলানা রশিদ আহমদ, মাওলানা বশির আহমদ এবং মুফতি আশরাফুল ইসলাম।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাউন্সিলার সদরুজ্জামান খান, লন্ডন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের প্রমূখ।
বক্তারা এসোসিয়েশনের অতীতের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সকল কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া উপস্হিত সবাইকে মোবারকবাদ জানান সাথে আগামী ৩০ জুলাই ফ্যামিলি ট্রিপ সফল করার আহবান জানান।
প্রফেসর আব্দুল কাদির সালেহ সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।



