বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া পূর্ব গৌরিপুর ইউনিয়ন ও ইউনিয়ন এর আওতাধীন সকল আঞ্চলিক শাখাসমূহের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলাধীন পূর্ব গৌরিপুর ইউনিয়ন ও ইউনিয়নের আওতাধীন আঞ্চলিক শাখার ২০২৪-২৫সেশনের অভিষেক ২৩নভেম্বর-শনিবার, সকাল ১০ঘটিকায় মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাসান আহমেদ চৌধুরী মুসলেহর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জসিম বেগ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন হেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, বালাগঞ্জ উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সহ সভাপতি মাওলানা কুহিনুর উদ্দীন চৌধুরী ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার সভাপতি মারুফ আলম মিজু।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার সহ অফিস সম্পাদক হাফিজ জুবেল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখা ও ইউনিয়ন এর আওতাধীন সকল আঞ্চলিক শাখাসমূহের দ্বায়িত্বশীল বৃন্দ।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের বালাগঞ্জ উপজেলার সহ অফিস সম্পাদক জুবেল আহমেদ।



