ফেঞ্চুগঞ্জ হাসপাতালের দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জহিরের উপর হামলা!
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৭ ই মার্চ ২০২১ ইং তারিখে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর অব্যবস্থাপনা নিয়ে সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা ডেইলি জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর এ একটি প্রতিবেদন প্রকাশ করেন পত্রিকার স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম।
উল্লেখ্য – সংবাদে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।
৮ ই মার্চ সকালে ফেঞ্চুগঞ্জ সামাদ প্লাজায় অবস্থিত ডেইলি জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর এর অফিসে আসার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার মোটরসাইকেল ভাংচুর সহ তাকে মারাত্মক আহত করে।
এ ঘটনায় বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় পত্রিকার সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল মামলা দায়ের করতে গেলে পুলিশ মামল গ্রহণ করেনি।
স্থানীয় সূত্রে জানা যায় হামলাকারীদের মধ্যে ছাত্রলীগ নেতা জাবেদুর রহমান ডেনেছ, নাহিদ সুলতান পাশা সহ প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনার পরবর্তীতে আর কোন সুরাহা না হওয়ায় পত্রিকা কতৃপক্ষ সাংবাদিক জহিরের উন্নত চিকিৎসার জন্য ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
এই হামলা ও আওয়ামী লীগের চরম অত্যাচারের প্রতিবাদ জানিয়েছেন পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন বাবু।
তিনি এক বিবৃতিতে বলেন- আমাদের প্রতিনিধিদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে তারা কিভাবে সামাজিক কাজ করবে।



