৪ জুলাই ব্রিটিশ জাতীয় নির্বাচনে ডানফর্ম লাইন এবং ডনার আসন থেকে স্কটিশ ন্যাশনাল পার্টি ( এস এন পি) এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক সিলেটের ফেঞ্চুগঞ্জের নাজ-আনিস-মিয়া। তিনি ২০২২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে তাকে ঘিরে বেশ প্রত্যাশা রয়েছে snp এর। কারণ নাজ-আনিস-মিয়া একজন বিচক্ষণ এবং মানবসেবী ব্যক্তিত্ব। যে কারণে তাকে ঘিরে রয়েছে অনেক উচ্ছ্বাস।
পাশাপাশি এই প্রথম কোন বাংলাদেশী পুরুষ ব্রিটিশ এমপি হতে যাচ্ছেন সেটা বাংলাদেশের জন্য অনেক মর্যাদার বিষয় বলে মনে করেন বৃটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। পাশাপাশি নাজ- আনিস – মিয়া সিলেটের সন্তান হওয়ায় তার পক্ষেই বেশি ভোট পড়বে বলে সম্ভাবনা রয়েছে। কেননা যুক্তরাজ্যের বসবাসরত বেশিরভাগ নাগরিক ই সিলেটের বাসিন্দা।
এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর পূর্বে টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী এমপি হলেও এই প্রথম পুরুষ হিসেবে এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে নাজ- আনিস- মিয়ার।
এবারের নির্বাচনে কনজার্ভেটিভ দল সহ লেভার পার্টি এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৪ জন অংশ নিচ্ছেন নির্বাচনে।
তবে সবার চোখ একমাত্র নাজ-আনিস-মিয়া’র দিকে। এর মূল কারণ তার দল এস এন পি বর্তমানে ক্ষমতায় রয়েছে।



