বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন – রাজনৈতিক কুন্দল থাকবে যখন দল বড় হবে। কিন্তু সেটাকে সামলে নিতে হবে প্রবীণ নেতাদের। এজন্য দরকার দক্ষ রাজনীতিবিদ।
তিনি গতকাল বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- আমি ঈদের শুভেচ্ছা
বিনিময়ে এসে দেখছি মানুষ বড় অসহায়। বন্যায় প্লাবিত সিলেট অঞ্চল। আমি তাদের খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশাকরি তাদের সহযোগিতার জন্যও আমি আসতে পারব।
এ সময় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ফেঞ্চুগঞ্জ তথা সিলেটের রাজনীতি নিয়ে আমার কোন ক্ষোভ নেই। কিন্তু মনে বড় আঘাত পেয়েছি আমার ফেঞ্চুগঞ্জের একাধিক নেতাকর্মী যারা এক সময় দলের প্রাণ ভ্রমরা ছিল তাদেরকে পদবঞ্চিত করা এবং মিথ্যা হয়রানি মামলা দেওয়া হচ্ছে। আমি তাদের আশ্বাস দিয়েছি যেহেতু আমি একজন আইনজীবী তাই দলের এই তৃণমূলের নেতাকর্মীদের বিপদের সময় মিথ্যা ও হয়রানি মূলক মামলা নিস্পত্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব।



