ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক চন্দন আচার্য্য এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. রৌশন আহমেদ খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কমল পাণি চৌধুরী,বাংলা বিভাগের প্রভাষক বিকাশ রঞ্জন দেবনাথ, ইংরেজি বিভাগের প্রভাষক অসীম কুমার তালুকদার প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে কলেজে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহবান জানান এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করা জন্য গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফ আহমেদ খান, অর্থনীতি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান বিজন কুমার দে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আনিসুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান জ্যোতিষ কুমার দাস, দর্শন বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক কাঞ্চন চক্রবর্তী, গণিত বিভাগের প্রভাষক মো. তারেক হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাসুম মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শেফুল মিয়া, রসায়ন বিভাগের প্রদর্শক সালমা পারভীন, পদার্থ বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন প্রভাষক সুব্রত পাল, ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন প্রভাষক ইসহাক আহমেদ তামিম ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন প্রভাষক তানিয়া আক্তার রুমি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ নজমুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী আছিয়া আফরোজ।



