জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যাবসায়ীবৃন্দ। এসময় বিজয় দিবস উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বক্তারা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগের অমর দৃষ্টান্ত রেখেছেন তাঁরা ছিলেন দেশপ্রেমে উদ্ভাসিত। দেশের প্রতি এই ভালোবাসা মানব প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) দেশপ্রেমের অনন্য নিদর্শন আমাদের কাছে রেখে গেছেন। ইসলামের প্রচার শুরুর পর যারা থাকে আল আমিন বলতো তারাও তাঁর বিরোধিতা শুরু করলো। এজন্য হিজরতের প্রয়োজন হলে মক্কা ত্যাগের সময় জন্মভূমির প্রতি মহানবী যে ভালোবাসা দেখিয়েছেন তা দেশপ্রেমের সর্বকালীন অতুলনীয় একটি দৃষ্টান্ত। অন্যান্য নবী-রাসূল ও সাহাবায়ে কেরামও জন্মভূমির প্রতি মুহাব্বাত পোষণ করতেন। হাদীসে এসেছে যে, দেশের পাহারায় যারা নিয়োজিত থাকবে, আল্লাহ তাঁদেরকে নাজাত প্রদান করবেন। দেশের জন্য যারা আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন, আমাদের উচিত তাঁদের জন্য দুআ করা।
১৬ই ডিসেম্বর’২৩, শনিবার সন্ধ্যায় আল মামুরা গ্রুপের চেয়ারম্যান মির্জা আবু সুফিয়ান এর সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় মহান বিজয় দিবস শীর্ষক আলোচনা সভা এবং সমুদ্র বিলাস উদযাপন করা হয়।
ক্বেরাত, ইসলামী সংগীত ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন লুলু আল মারজান ট্রাভেলস এন্ড টুরিজম এর চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া, ক্বারী আবু রুকিয়ান ও ক্বারী আব্দুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ফুজাইরার স্বনামধন্য ব্যবসায়ী ক্বারী মাহমুদুর রহমান, শারজাহ’র প্রবীন ব্যবসায়ী আব্দুল মতিন, মুফাজ্জল করিম, দুবাইর বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হুসেন, খলিলুর রহমান এবং আজমানের বিশিষ্ট ব্যবসায়ী ইসমত আলী, জুনেদ আহমেদ, হাফিজ ইব্রাহিম আলী, মির্জা হাবিবুর রহমান প্রমুখ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু।
প্রাণবন্ত এ আয়োজনে প্রায় শতাধিক বাংলাদেশী নাগরিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করে আল মামুরা গ্রুপ। বিশেষভাবে লুলু আল মারজান ট্রাভেলস এন্ড টুরিজম শিশু বিভাগ, মহিলা বিভাগ এবং পুরুষ বিভাগ থেকে থেকে দুইজন করে মোট ৬জনকে সেরা পারফর্মার হিসেবে পুরস্কৃত করেন এবং উপস্থিত সবাইকে আল মামুরা গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।



