সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন সিলেট -৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুর রকিব মন্টু মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি জানান, নেত্রীর উপর আস্থা রেখে মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আশাকরি নিরাশ হব না। আল্লাহ চাইলে জনগণের জন্য আরও বেশি কাজের সুযোগ হবে।
উল্লেখ্য – আব্দুর রকিব মন্টু বাংলাদেশ অ্যাটলেটিক্স ফেডারেশনের ৩ বারের সাধারণ সম্পাদক – সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।



