দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে সালফে সালিহীনের পদ্ধতি অনুসরণের বিকল্প নেই
——মো. জাহেদুর রহমান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান বলেন, পৃথিবীতে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য দাওয়াতের কোনও বিকল্প নেই। নবী-রাসূলগণ সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্ব-স্ব গোত্রের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন।আল্লাহর দ্বীনকে প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। এক্ষেত্রে আমরা সালফে সালিহীনকে অনুসরণ করতে পারি। কেননা তারাই ইসলামকে দুনিয়ার বুকে মানুষের দ্বারে-দ্বারে পৌঁছিয়ে দিয়েছিলেন। তাদের দাওয়াতের পদ্ধতি ছিলো মানুষকে ভালো কাজের প্রতি সর্বদা আহবান করা, প্রয়োজনে বাতিল ফিরকার বিরুদ্ধে লড়াই করা। সুতরাং দাওয়াতের যাবতীয় পদ্ধতির ক্ষেত্রে সালফে সালিহীনের অনুসরণের বিকল্প নেই।
আজ ৮ জুলাই, শনিবার, বাদ যুহর, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত “পবিত্র ঈদুল আদহা পরবর্তী ঈদ পুনর্মিলনী” ও “দাওয়াতের পদ্ধতি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি রেজাউল করিম।
আরও বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিয আব্দুল হাকিম, সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, অর্থ সম্পাদক ইমরান আল সুফি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ জায়গীরদার, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক আল আমিন, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ, বোয়ালজুর ইউনিয়ন সভাপতি আব্দুল আওয়াল শিমু, সাধারণ সম্পাদক হাসান আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।



