শিক্ষা ঐক্য মানবতা এই শ্লোগাণ নিয়ে কাজ করা চ্যারিটি প্রতিষ্ঠান এষণা ফাউন্ডেশন নতুন রূপে আত্মপ্রকাশ পেল শেয়ার এন্ড কেয়ার এইড (বিডি) নামে। রোববার (৯জুলাই) বিকালে বিয়ানীবাজারের এক অভিজাত রেস্টুরেন্টে উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়ার সেচ্ছাবেসী উদ্দ্যেমি যুবকদের নিয়ে গঠিত নতুন নাম নিয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটি।
সংগঠনের উপদেষ্টা ও আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাস্টার মোঃ জাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইবাদুর রহমান জাকির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইমাম আব্দুল মালিক আল মহসিন।
তিনি সংগঠনের প্রশংসা করে বলছেন এই সংগঠন বিগত কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রতিষ্ঠা লাভ করে পূর্ব মুড়িয়া অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজের প্রত্যয় নিয়ে, বিগত বন্যার সময় বানভাসি মানুষের পাশেও, ঈদ পরবর্তী সময়ে মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার দিন মধ্যবৃত্ত মানুষের মাঝে কোরবানির মাংশ বিতরনসহ নিরব নিবৃত্তে অনেক ভালো কাজ আসছে, আসলে এই সংগঠনের যারা বাংলাদেশ প্রতিনিধি ও দায়িত্বশীল আছেন সবাই কর্মব্যস্ত তারপরও এই রকম ব্যতিক্রমি কাজে অংশগ্রহণ করায় আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শেয়ার এন্ড কেয়ার এইড (বিডির)সংগঠনের অর্থ পরিচালক আভঙ্গী তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান হাছনু। তিনি বলছেন এষণা ফাউন্ডেশন পূর্ব মুড়িয়া এলাকার মানুষের আর্ত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে সম্পূর্ণ ব্যতিক্রমি ভাবে প্রতিষ্ঠা লাভ করেছিলো। এষণা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের কার্যক্রম মানুষের কাছে প্রশংসনীয় হয়েছিল, কিন্ত ফাউন্ডেশনের নাম টি কঠিন হওয়াতে আজ সর্বসম্মতিক্রমে আমরা নতুন নাম শেয়ার এন্ড কেয়ার এইড (বিডি) নামে যাত্রা করলাম, আশাকরি সংগঠনের দেশি ও প্রবাসীদের সবাত্বক সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু আমরা করতে পারবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির পরিচালক ও সংগঠনের আহবায়ক জুবায়ের আহমদ মাছুম, উপদেষ্টা আয়নুল হক কয়েছ, উপদেষ্টা ও অর্থ পরিচালক আলিম উদ্দিন, নিকাহ রেজিস্ট্রার (পূর্ব মুড়িয়া অঞ্চল) তোফায়েল আহমদ মিফতা এবং যুগ্ম সদস্য সচিব সাংবাদিক আহমদ রেজা চৌধুরী ও সদস্য হাফিজুর রহমান তামিম।
প্রসঙ্গত, পূর্বত সংগঠন এষণা ফাউন্ডেশন (মুড়িয়া) এক্সিকিউটিভ কমিটির সভার মাধ্যমে এর নাম পরিবর্তন করে সর্বসম্মতিক্রমে সংগঠনটির নাম দেওয়া করা হয়- শেয়ার এন্ড কেয়ার এইড (বিডি)



