তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে জ্ঞানের আলোয় আলোকিত হতে উদ্বুদ্ধ করে
—-এস এম মনোয়ার হোসেন
বাংলাদেশে আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, আধুনিকতার স্পর্শে ছাত্রসমাজ আজ পাঠ্যপুস্তক থেকে বিমুখ হয়েছে। জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি ভালো ফলাফলের জন্য হলেও রুটিনমাফিক পড়ালেখার প্রয়োজন। কিন্তু সেটা না করে ছাত্রসমাজ মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে। সেটা থেকে বেরিয়ে ছাত্রসমাজকে পাঠ্যপুস্তকে মনোনিবেশ করতে হবে। তালামীযে ইসলামিয়ার কর্মীদের পাঠচক্রে আগ্রহী হতে হবে এবং ছাত্রসমাজকে এ পথে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন, তালামীযে ইসলামিয়া আমাদেরকে শৃঙ্খলতা শেখায় এবং একজন সঠিক মানুষ হয়ে সমাজ ও দেশ সুন্দর করার প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণ তখনই ফলপ্রসূ হবে যখন আমরা প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবো।
২৪ জুন, শনিবার, বেলা ২ ঘটিকায় তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত “পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পাঠচক্র” ও বিশেষ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহ ফয়সল আহমদ মিছলু, উপজেলা আল ইসলাহর সদস্য হাফিয সাইদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা তালামীযের সহ-সভাপতি রেজাউল করিম মোন্না, সহ-সাধারণ সম্পাদক শেখ আবু সালেহ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ জায়গীরদার, সহ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বালাগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সভাপতি জুবায়ের আহমদ, বোয়ালজুর ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল আওয়াল শিমু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন তালামীযের সভাপতি জুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রী কলেজ তালামীযের সাবেক সভাপতি সিজান আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বোয়ালজুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাসান আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক রাহেল আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক মাহফুজ খান প্রমুখ।



