মন নিল কাড়িয়া’
_______মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
মাঝি যাও বাইয়া
উজান বৈঠা লাগাও মাঝি
সামন দিকে চাইয়া!!
প্রাণ বন্ধু দাড়াইয়াছে🔥
আমার পথে চাইয়া🫠
আর দেরি সহেনা মাঝি🕰️
যাও বাইয়া বাইয়া!!
সোনা বন্দের মুখখানি 🎋
দেহ বরণ চাঁদ বদনী
কত আশেক তাহার লাগি
ঘাটেতে দাড়াইয়া!!
বন্ধু আমার মন প্রাণ 🍀
না দেখিলে যাইব পরান
সবার আগে রূপের মায়ায়
মন নিল যে কাড়িয়া!!
দীনহীন ‘জুয়েল’ বলে💥
বন্দে আমার প্রেমের ছলে
ভালবেসে মন ও দিলে
করমু তারে মায়া!!
জুয়েল সংগ্রহ – ৫৬৮



