ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি – জুয়েল, সম্পাদক – হনুফা, কোষাধ্যক্ষ – পারুল
প্রতিবন্ধীদের অধিকার আদায় ও তাদের সুরক্ষার জন্য পক্ষাঘাতগ্রস্তদের পূণর্বাসন কেন্দ্র (সি আর পি) এবং প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের অন্তর্ভুক্ত সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন গত ১৪ই জুন ২৩ ইং ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের স্থায়ী কার্যালয় কাসিম আলী মডেল সরকারি স্কুলের রোডের মুসা মার্কেটে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের আহবায়ক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন – সি আর পির হিয়ার প্রকল্পের সাবেক প্রজেক্ট ইনচার্জ মো. মিজানুর রহমান।
১৯ জুন ২০২৩ ইং সোমবার অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের ২০২৩/২০২৬ ইং সনের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পূণরায় মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল কে সভাপতি মোছা- হনুফা বেগম কে সাধারণ সম্পাদক ও পারুল বেগম কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ফুজায়েল ইসলাম মুহিত, শিরিনা আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক – আব্দুল করিম, হালিমা বেগম, সাংগঠনিক সম্পাদক – ফরহাদ হোসেন, মো. চেরাগ আলী, প্রচার সম্পাদক – মো. সুলেমান মিয়া, মহিলা সম্পাদিকা – রুমা বেগম, দপ্তর সম্পাদক – বাবলু দাস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক – এলি বেগম, কার্যনির্বাহী সদস্য – কল্পনা বেগম, রুমেল মিয়া, সানজিদা বেগম, সাহিদা বেগম।
উল্লেখ্য – এর পূর্বে ২০১৭ সনে সভাপতি নির্বাচিত হোন মো. সাহিদ আলী এবং ২০২০ সালে মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সচিব উপজেলা সমাজসেবা অফিসার শুভ রঞ্জন দে সহ সিলেটের বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিরা।
বিজ্ঞপ্তি



