সকাল ১০টায় মরহুমের মাজার জিয়াতের মাধ্যমে ঈসালে সাওয়াব মাহফিলের কার্যক্রম শুরু হয়।
মরহুমের সাবেক ছাত্র হাফিজ মাসুক আহমদ হারুনের পরিচালনায় অনুষ্টিত ঈসালে সাওয়াব মাহফিলে শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আশিকুর রহমান বাগজুরি হুজুর। এরপর ধারাবাহিকভাবে সন্ধা পর্যন্ত মাহফিলের কার্যক্রম পরিচালিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন- হাফিয রহমত উল্লাহ রহ. ছিলেন পবিত্র কোরআনের একনিষ্ঠ খাদেম ও হুব্বে রাসুল (সা.)। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পবিত্র কোরআনের খেদমতে নিয়োজিত ছিলেন, যার সাক্ষি তার এই রেখে যাওয়া বিশাল আয়োজন “দারুল হিফজ সৎপুর এতিমখানা”, মাদরাসা ও মসজিদ। তাই তার এই রেখে যাওয়া খেদমত যাতে সঠিকভাবে পরিচালিত হয় সে দায়িত্ব আঞ্জাম তার পরিবার, এলাকা, ছাত্র ও মুহিব্বিনদের জন্য একান্ত অপরিহার্য।
মরহুম হাফিয মাওলানা রহমত উল্লাহ ছাহেবের পরিবারবর্গের পক্ষ থেকে এবং রহমতিয়া হুফফাযুল কুরআন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শফিকুর রহমান ছাহেব, ভূরকী হাবিবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্জ হাফিয আব্দুস শহীদ ছাহেব, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্স হযরত মাওলানা সামসিদ্দোহা ছাহেব, ফেঞ্চুগঞ্জ কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ফরিদ উদ্দিন আতহার, ভারতের মিরাবাড়ীর বড় ছাহেবজাদা হযরত মাওলানা আব্দুল জলিল ছাহেব, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা সালেহ আহমদ বেতকোনী ছাহেব, অধ্যাপক হযরত মাওলানা রশিদ আহমদ ছাহেব, হযরত মাওলানা মুনির উদ্দিন ছাহেব, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার গভর্নিং বডির সহ সভাপতি হযরত মাওলানা আবুল ফজল মুহাম্মদ আব্দুল্লাহ ছাহেব, সৎপুর নিবাসী হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরী ছাহেব, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির হোসেন ধলা মিয়া, ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হযরত মাওলানা শফিকুর রহমান সিরাজী ছাহেব, তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি হাফিজ মাওলানা নজীর আহমদ হেলাল ছাহেব, ভারতের হযরত মাওলানা তৈয়বুর রহমান ছাহেব, হুজুরের সাবেক ছাত্র হাফিজ আমান উল্লাহ আমান প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন-সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস হজরত মাওলানা আব্দুল বাছিত ছাহেব, সহকারী শিক্ষক মাওলানা জামাল আহমদ, মাওলানা মিছবাহ উদ্দিন বাহারী, হুজুরের সাবেক ছাত্র সৌদি আরব প্রবাসী হাফিজ ফয়জুল ইসলাম ফয়েজ, হাফিজ আব্দুস সাত্তার, হাফিজ ফরিদ উদ্দিন, হাফিজ আব্দুল হান্নান, হাফিজ আব্দুল আজিজ রুহেল, ক্বারী রেজাউল করিম জালালী, হাফিজ ইসলাম উদ্দিন, হাফিজ ইমাদ উদ্দিন, হাফিজ সেলিম আহমদ কাওছার, হাফিজ শাহিন আহমদ, হাফিজ ইব্রাহিম আলী, হাফিজ নুরুল হুদা, হাফিজ ফয়সল আহমদ, জিয়াউর রহমান, সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু হেনা ইয়াসিন, হুজুরের ভাতিজা ফয়জুর রহমান, আব্দুল লতিফ, হাবিব আহমদ ফয়েজ, প্রমুখ।