বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সিলেট শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, ইসলামের খেদমতের প্রধান খেদমত আল কুরআনের শিক্ষা। যে ব্যক্তি তার নিজ পুত্র আল কুরআনের শিক্ষার জন্য তাকে নির্ধারিত করল এর থেকে উত্তম ব্যক্তি আর নেই। পাশাপাশি ইসলামের প্রসারের জন্য ইসলামি প্রতিষ্ঠান তৈরির বিকল্প নেই। এবং সেগুলো রক্ষণাবেক্ষণ আমাদের ঈমানী দায়িত্ব।
তিনি আজ (গতকাল) ১০ ফেব্রুয়ারি শুক্রবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউনিয়নে অন্তর্ভুক্ত চেলারচক ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলের পূর্বে চেলারচক ময়দানটিলা হাফিজিয়া মাদরাসার উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী রুবেল আহমদ। চেলারচক ইসলামী যুব সমাজের সভাপতি নুরুল ইসলাম পংকি মাষ্টার, সহ-সভাপতি নছির আলী, সাধারণ সম্পাদক – বিল্লাল হোসেন আফফান, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ রোকন, কোষাধ্যক্ষ – মুজিবুর রহমান মুজিব, সহকারী কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম রাবু, অফিস সম্পাদক হাফিজ জুয়েল, সহ- অফিস সম্পাদক শামীম বাচ্চু, জামরুল মিয়া, লিমন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, আব্দুল কাদির, জায়েদ মিয়া, প্রচার সম্পাদক সবুর, কয়েস, এপলু, মাহিন, আজিজুর, কাজী খালেদ, জয়নুল ইমন।
উল্লেখ্য চেলারচক ইসলামী যুব সমাজ স্থাপিত হয় ২০১৪ সালে। এবং তারই ধাবাবাহিকতায় প্রতি বছর এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব মাহফিল করে থাকে এই সংগঠন। পাশাপাশি এই আয়োজনে স্থানীয় প্রবাসী সহ এলাকার মুরব্বিদের সহযোগিতা থাকে বলে জানা যায়।



