সিলেটের ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার বলেছেন, দ্বীনি শিক্ষার প্রতি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার। বর্তমান সরকার ইসলামি শিক্ষাকে আরও উন্নত এবং এর প্রতি গুরুত্ব দিচ্ছে। একজন প্রকৃত মুসলমান হিসাবে প্রত্যেকের ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি আজ (গতকাল) বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি গোলাম মৌলার সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা বাহা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ, ঘিলাছড়া ইসহাকিয়া মাদরাসার সুপার মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী, মশাহিদ আলী দাখিল বালিকা মাদরাসার সুপার মাওলানা ছালিম আহমেদ, বিদায়ী সংবর্ধিত শিক্ষক হাটুভাঙ্গা আলিম মাদরাসা সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান,
দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এস এম মামুনুর রশীদ, তালামীযের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন মোহাম্মদ বাবু, সমাজসেবক মুহিত আহমেদ শাহ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন – মাদরাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাও. আলা উদ্দিন জিহাদী, মাওলানা আব্দুল ওদুদ, মাও. আব্দুস সালাম, শিক্ষক নবী হোসেন নবীন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ক্বারী নজরুল ইসলাম লিয়াকত, ফয়েজুল হক, শিক্ষক মোশাররফ হোসেন খালেদ, ইউসুফ আলী, রেখা মিয়া, হাটুভাঙ্গা পঞ্চায়েত কমিটির নেতা হাফিজুল ইসলাম কুদ্দুস, আল ইসলাহ নেতা নুরুল ইসলাম ময়ুর, বদরুল ইসলাম বেলাল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আফতাব উদ্দিন, এনামুল হক ইমন, সাংবাদিক মুহাম্মদ জুয়েল, মাওলানা ইমাদ উদ্দিন, প্রমুখ।
২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের সবক প্রদান করান অনুষ্ঠানের প্রধান অতিথি। পরবর্তীতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।



