সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, একটি মসজিদ নির্মাণ করা আর একটা সুন্দর সমাজব্যবস্থার প্রবর্তন ঠিক একই গুণাবলি রাখে। এতে কোন সন্দেহ নেই। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির উন্নয়ন আরও বাড়ানো সম্ভব। তবে খেয়াল রাখতে হবে ধর্মীয় বিষয়ের বাইরে গিয়ে যেন সমাজে উগ্রবাদী কোন কিছু সৃষ্টি না হয়৷ দল মত নির্বিশেষে সবাই মসজিদে এক কাতারে নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি৷ তাছাড়া বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছে এবং খুব তাড়াতাড়ি মডেল মাদ্রাসাও হবে।
তিনি ৩০ ডিসেম্বর শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুরে উত্তর টিলা জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। প্রবাসী কমিউনিটি নেতা ও সজ্জাদ আলী চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান খালেদ আহমেদ চৌধুরীর অর্থায়নে ও রাজনীতিবিদ জুবেদ আহমেদ চৌধুরী শিপুর তত্বাবধানে নির্মিত মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রথম জুমা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন পূর্ববর্তী এক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল সহ সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরব্বিরা। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়াত হোসেন, সমাজসেবক আলী হাসান শাহীন, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, প্রমুখ।



