রাজতন্ত্র দেশ কুয়েত সেখানে সরাসরি রাজনীতি নিষিদ্ধ বিশেষ করে প্রবাসীদের জন্য। সেই দেশ কুয়েতেও বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী গতকাল রাতে কুয়েত সিটি অভিজাত এক হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি কাউন্সিলর ও সাবেক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আশফাক আলী ফেরদৌস।
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী জানান আহবায়ক কমিটিও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হবে ।



