বন্ধ হওয়া ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার সার উৎপাদন দ্রুত চালু করতে এড. মন্টু’র হস্থক্ষেপ!
মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
প্রকাশের সময় :
বুধবার, ১ নভেম্বর, ২০২৩
৩৭৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
দ. এশিয়ার সর্ববৃহৎ সারকারখানা ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার বন্ধ হওয়া কার্যক্রম পূণরায় চালু করতে বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু বন্ধ হওয়া ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার গ্যাস সংযোগ চালু করতে ও বিষাক্ত বজ্র দ্বারা স্থানীয় এলাকার পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় এবং সারকারখানায় স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা যেন চাকরি পায় সে বিষয়ে সরকারের বিভিন্ন মহলে জোর দাবি জানান। তিনি গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী’র সাথে এ বিষয়ে যোগাযোগ করে সারকারখানা সর্ম্পর্কিত গ্যাস সংযোগ বন্ধ প্রসঙ্গে ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন এবং সুরাহার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী তাকে এ সম্পর্কিত সকল সমস্যা নিরসনের আশ্বাস জানান। পাশাপাশি গ্যাস সংক্রান্ত বিষয় নিয়ে আগামী ৩/৪ দিনের মধ্যে নিরসনের আহবান জানান।
উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার গ্যাস সংযোগ গত কয়েকদিন দিন ধরে বন্ধ ছিল। যার কারণে সার উৎপাদন বন্ধ ছিল।