মোগলগাঁও এর খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোগলগাঁও এর খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রফিকুল ইসলাম মামুন।
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয় একাডেমি স্বীকৃতি লাভ করায় অদ্য ২৪-০৮-২০২৩ ইংরেজি বিদ্যালয়ের হলরুমে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সমাজসেবী জাহিদ হাসান বাচ্চু মিয়া, সমাজসেবী স্পেন প্রবাসী হাজি আজির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি সলিম উল্লাহ, আজাদ মিয়া, সাবেক মেম্বার বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম বাদশা মেম্বার, নাজিম উদ্দীন মেম্বার, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খানম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান এর পরিচালনায় এতে মতামত প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে শামসুল ইসলাম টুনু মিয়া বলেন আমি এলাকার মানুষের সহযোগিতা নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি যাতে করে আমার এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া করে মানুষ হতে পারে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন স্যার ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ এর সুদৃষ্টি থাকায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আগামী দিনে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই বিদ্যালয়টিকে এমপিও ভুক্ত করতে সার্বিক সহযোগিতা করবেন। একটি মহল বিদ্যালয়কে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমি তাদেরকে বলবো আসুন হিংসা বিদ্বেষের পথ পরিহার করে আলোকিত সমাজ গড়তে সকলে মিলে কাজ করি। সর্বশেষে সভাপতি মহোদয় মোনাজাত পরিচালনা করেন এতে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ ই আগস্টের সকল শহীদানের রুহের মাগফেরাত কামনা করেন।



