সরকার অনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তর অনুমোদিত ডেইযুসের উদ্যোগে শাহজালাল ট্রেনিং একাডেমির পরিচালনায় ৩ মাসব্যাপী বিশেষ ট্রেনিং কোর্স ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে হাটুভাঙ্গা আলিম মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর কোর্সের অধীনে থাকা কম্পিউটার বেসিক, ভূমি জরিপ, সেলাই, ইলেক্ট্রিক ও স্পোকেন ইংলিশ কোর্সের বিভিন্ন ধারণা ও ৩ দিনের ফ্রি ক্লাসের কার্যক্রম করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জুয়েল রানার সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক জাহাঙ্গীর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুভাঙ্গা আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – শিক্ষক ও লেখক নবী হোসেন নবীন, শাহজালাল ট্রেনিং একাডেমির সুপারভাইজার মাসুম আহমদ, প্রশিক্ষক – মাসুম আহমেদ, সমাজসেবক রায়হান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, হাটুভাঙ্গা আলিম মাদরাসার এডহক কমিটির সদস্য ফয়েজ মিয়া, সাবেক ছাত্রনেতা কাবিলুর রহমান সুহেল।
অনুষ্ঠানে ৩ দিনব্যাপী ফ্রি ক্লাসের পাশাপাশি ৩ মাসের ট্রেনিং কোর্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য- শাহজালাল ট্রেনিং একাডেমির অধীনে ফেঞ্চুগঞ্জে এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।



