শুক্রবার গণমাধ্যমে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) এডভোকেট আজিজুর রহমান আকন্দ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
যুবদল নেতা জামালের মুক্তি চায় কেন্দ্রীয় বিএনপি
বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক শফিকুল ইসলাম মিল্টন বলেন, পুলিশ জনগণের সেবক না হয়ে সরকার দলীয় বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে যুবদল নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে গ্রেফতার করে রাজপথের চলমান আন্দোলন বানচাল করা যাবে না।
নেতৃবৃন্দ বলেন, যুবদলসহ দেশের মুক্তিকামী জনতা জেগে ওঠেছে। তারা দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করে ঘরে ফিরবে।



