সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রবিবার থেকে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির সমর্থনে সিলেট নগরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ শনিবার (৪ নভেম্বর) রাত ৮ ঘটিকায় সিলেট মহানগরীতে মশাল মিশাল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর নেতৃত্বে নগরীর কুমারপাড়া এলাকায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ , জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সদস্যবৃন্দ ও ইউনিট সমুহের নেতৃবৃন্দ।



