‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী নেতাকর্মীদের সুসংগঠিত করে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কার্যকর প্রচারণার লক্ষ্যে সার্বিক মনিটরিং সেল ও জেলা ভিত্তিক টিম গঠনের মাধ্যমে সিলেটের ৬টি আসনে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী মনিটরিং দায়িত্ব পেয়েছেন স্বেচ্ছসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে কামাল হাসান জুয়েলকে এ দায়িত্ব প্রদান করেন।
চিঠিতে বলা হয় বিএনপি’র সিলেট জেলাধীন ৬টি সংসদীয় আসনে নির্দেশক্রমে আপনাকে মনিটর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দল আশা করে যে, আপনি সিলেট জেলাধীন সব নির্বাচনী আসনে মনিটর হিসেবে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
সিলেটের ৬টি আসনে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী মনিটরিং দায়িত্ব পেয়ে স্বেচ্ছসেবাক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে দলের কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ভূমিকা পালন করায় সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সিলেটের ৬টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি



