সিলেট সিটি করপোরেশন এর নির্বাচন কে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশনের ভোট গ্রহণ।
বরাবরের মত এবারও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দেওয়া হয়েছে। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
তার সাথে আরও গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে রয়েছেন জাপা মনোনীত বাবুল। পাশাপাশি আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন।
শনিবার ১৬ই জুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী প্রার্থীর পক্ষে প্রচারে আসেন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এর মধ্যে ছিলন- কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
সিলেটের সন্তান হিসেবে নিজ শহরেই নৌকার জন্য ভোট চাইলেন বাংলাদেশ অ্যাটলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন- আওয়ামী লীগের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। এই ধারাবাহিকতা রক্ষায় জনগণ অবশ্যই নৌকার প্রার্থীকে বেচে নেবে।
এড. মন্টু বলেন- আমি যেহেতু সিলেটের সন্তান সেই হিসেবে বলতে পারি সিলেটের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের একটা আত্মার টান রয়েছে। আমরা জনগণের ব্যপক সাড়া পাচ্ছি। যদিও গত দুই বারের নির্বাচনে আমরা বিজয়ী হইনি কিন্তু সরকার দলমত নির্বিশেষে উন্নয়নের জন্য অর্থ ঠিকই দিয়েছিল। কিন্তু সেই অর্থ দিয়ে কি উন্নয়ন করেছেন মেয়র তিনি নিজেই বলতে পারবেন। আমরা চাই শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। এর জন্য আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে তা সম্ভব বলে মনে করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ – যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।



