১৫ জুলাই ২০২৩ শনিবার সকাল ১২ ঘটিকার সময় দি কুরআনিক হোম ভাটেরা মাদ্রাসার হল রুমে পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বাবুল খান সাহেবের সভাপতিত্বে ও সদস্য শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী’র পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র ইশাদ খান সিয়াম, ইসলামী সংগীত পরিবেশন করেন, রাহাত চৌধুরী, অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অন্যতম উপদেষ্টা ও ইউপি সদস্য শাহ আব্দুল লতিফ, শিক্ষানুরাগী সদস্য ও ইউপি সদস্য শেখ সাইদুল ইসলাম (পাকি), উপদেষ্ঠা হাজী মনিরুল ইসলাম (মাস্টার), আব্দুল মালিক চৌধুরী,পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী সুন্দর আলী,সাধারণ সম্পাদক মুফতি সায়্যিদ হাবিবুর রহমান হাসানী, সদস্য হাফিজ আমিনুল ইসলাম,শিক্ষানুরাগী সদস্য মারুফ খান স্বপন, সদস্য লুকমান মিয়া তালুকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফিজ রিমন আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ বারিক মিয়া তালুকদার, সদস্য কুতুব আলী, ফয়াজ আহমদ, সহকারী শিক্ষক হাফিজ রাজন খান, ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সভাপতি তাজ উদ্দিন, যুব পরিষদের সদস্য রাসেল খান, শাওন আহমদ,আল আমীন, জাকির হোসেন সিদ্দিকী, মোহাম্মদ আলী মাসাদ, রায়হান আহমদ, প্রাক্তন ছাত্র হাফিজ মাছুম আহমদ, আলী আসগর খান, প্রমুখ।
মুফতি মাওলানা হাবিবুর রহমান হাসানী’র দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।।



