হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সাবেক গভর্নর মোস্তফা আলীর পুত্র মুক্তিযুদ্ধের ইউনিট কমান্ডার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য মোঃ আলী টিপুর ( ৭৪) ১৮ ডিসেম্বর বুধবার ভোর ৫টার ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও এক কন্যা সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় লাখাই উপজেলার মুড়িয়াউক মাদ্রাসা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয় লাখাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু গার্ড অব অনার প্রদান।
১৯ ডিসেম্বর বেলা ২.৩০ মিনিটে
বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী টিপু কে রাষ্ট্রিয় সালাম ও হবিগঞ্জ শায়েস্থানগর ঈদগা মাঠে বাদ যোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে শায়েস্থানগর কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।



