ফেঞ্চুগঞ্জে আল ইসলাহ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত.
রাসূল সা. আদর্শ ছাড়া শান্তিপূর্ণ সমাজব্যবস্থা সম্ভব নয়: আবু জাফর নোমান
আল ইসলাহ মানুষের খেদমতের জন্য কাজ করে: মাওলানা হারুনুর রশীদ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান বলেছেন, বর্তমান সময়ে বারবার মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এর অন্যতম কারণ আমাদের আদর্শ এবং শান্তিপূর্ণ সমাজ দেখে ইহুদি নাসারারা চরম লজ্জিত হয়। বর্তমান সময়ে ইসলামী বিশ্বে মুসলিম জাগরণের সময় হয়েছে। এর অন্যতম উদাহরণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ান।
তিনি আরও বলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ একটি শান্তিপূর্ণ সংগঠন। আল্লামা ফুলতলী র. আল ইসলাহ ও তালামীয গঠন করেছেন একমাত্র মানুষকে রাসূল সা. এর আদর্শের দিকে ধাবিত করতে। আমরা কোন ক্ষমতা চাই না। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি।
আজ ১৬ ই জুন দুপুরে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফিজুল কোরআন মাদরাসার হলরুমে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ আয়োজিত মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাজিদুল ইসলাম ও গজল পরিবেশ করেন তাসওয়া আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী, সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক এবং তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ।
বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি আবু বকর মো. নূরী, আল ইসলাহ নেতা- সৈয়দ জুনেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ময়ুর, মাইজগাঁও ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দিন বাবু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি ক্বারী মিনহাজ উদ্দিন, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আবুল বাশার, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আহাদ, প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন – ডেইলি জালালাবাদ ভিউয়ের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সিনিয়র সহ-সভাপতি হাফিজ জামিল আহমদ, আব্দুল মোতালিব, সহ-সম্পাদক আব্দুল করিম।
সভায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সিদ্ধান্তঃ অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।
জু/৩২১/৬



