যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্সফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি সেন্টারে গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসীরা এ মত বিনিময় সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসেন ও রেজা আব্দুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শেখ আতিকুল ইসলাম, সাখাওয়াত আলী, আলী গজনবী, বেলাল আহমেদ, শাহীন কামালী, সোহান আমমেদ টুটুল, শ্যামল কান্তি চন্দ, নূরে আলম জিকু, নুরুল ইসলাম, এমরান আলী টিপু, জুয়েল মইজুর লস্কর, মামুন রহমান, মাকসুদা আহমেদ, জামাল আহমেদ, সাবেক জাতীয় খেলোয়ার বিমল দাস, আবদুর রউফ পাশা প্রমুখ। সভায় বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



