মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুকু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর ) সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার কুলাউড়া ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপার এর বাগান বাড়িতে কর্মরত ‘ শুকুমার রায় ( শুকু) নামে একজনের গলায় ফাস লাগানো অবস্থা মৃত দেহ পাওয়া গেছে। শুকুমার রায় (শুকু) দীর্ঘদিন থেকে এই বাগান বাড়িতে কাজ করেন। তার পরিবারের দাবী থাকে কে বা কারা হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এলাকাবাসীর দাবী শুকু অতান্ত ভালো মানুষ আমরা সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের উপযুক্ত বিচার চায়।



