রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার , রোটার্যাক্ট ক্লাব অব টি সিটি & রোটার্যাক্ট ক্লাব অব ডিলিজেন্ট সিটি এর যৌথ উদ্যোগে “কলার হ্যান্ডওভার অনুষ্টান”
🌻The Moulvibazar Express”2023″
শুক্রবার (৭ই জুলাই ) বিকাল ৪ ঘঠিকায় মৌলভীবাজার পৌরসভার অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার এর চার্টার সভাপতি ও আজকের অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ রাশেদ আহমেদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার সাধারণ সম্পাদক (২৩-২৪) রো: আশরাফুল আলম আজাদ।
সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রোটারেক্ট পারপাস পাঠ করেন রো: উদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার তদন্ত ,ওসি রোটারিয়ান মশিউর রহমান,
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফয়েজ আহমদ,
এছাড়াও উপস্থিত ছিলেন, রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি, এক্স রো: রনি আহমেদ,
মৌলভীবাজার টি সিটির অতীত সভাপতি ও সদ্যপ্রাক্তন এডিআরআর, রো:আব্দুল হালিম লিটন, অতীত সভাপতি ও সদ্যপ্রাক্তন চীফ ডিষ্ট্রিক্ট এম্বোসেডর, রোঃ ইঞ্জিঃ আবুল কাশেম,
অতীত সভাপতি ও সদ্যপ্রাক্তন ডিষ্ট্রিক্ট ট্রেইনার, রোঃ শাকের আহমদ পাপন, রোটার্যাক্ট ক্লাব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটির অতীত সভাপতি ও সদ্যপ্রাক্তন ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর, রোঃ আমীর হামজা মীম, রোটার্যাক্ট ক্লাব মৌলভীবাজার টি সিটির অতীত সভাপতি ও সদ্যপ্রাক্তন রিজিওনাল রিপ্রেজেনটেটিভ, রো:মামুনুর রশীদ বকস,
রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটির অতীত সভাপতি ও সদ্যপ্রাক্তন জোনাল রিপ্রেজেনটেটিভ, রো:নুকুল দাশ,
সদ্য অতীত সভাপতি
রো: বিপ্লব দেব , রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার, রো:শাওন মজুমদার রোটার্যাক্ট ক্লাব অব টি সিটি, রো:রেদোয়ান আহমদ , রোটার্যাক্ট ক্লাব অব ডিলিজেন্ট সিটি।
উপস্থিত ছিলেন, ক্লাবের বর্তমান সভাপতি, সচিব সহ অন্যান্য রোটার্যাক্টরবৃন্দ।



