মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলার উত্তর সিয়াস নগর গ্রামে হইতে পাষণ্ড পিতা আফতাব আলী চিনু মিয়া (৫০)‘কে গ্রেফতার করেন।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক সাহেব এর নেতৃত্বে মেয়েকে ধর্ষণের ঘটনার অভিযোগে পাষণ্ড পিতা আফতাব আলী চিনু মিয়া (৫০)‘কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
ধর্ষণের শিকার ভিকটিম (১২) স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে।
দেড়মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে যান।
তিনি প্রবাসে যাওয়ার পর থেকে আসামী চিনু মিয়া তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন।
গত শনিবার (২২ এপ্রিল) রাতে তার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত ০১:৩০ ঘটিকার দিকে ভিকটিম ঘুমে থাকা অবস্থায় তার বাবা আফতাব আলী চিনু মিয়া ভিকটিমের মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার বিষয়ে থানায় অভিযোগ প্রাপ্তীর পর এসআই(নিরস্ত্র)/নাঈমুল হাসান অভিযান পরিচালনা করিয়া উত্তর গিয়াস নগর সাকিন হইতে পাষণ্ড পিতা আফতাব আলী চিনু মিয়া (৫০)‘কে গ্রেফতার করেন।
ঘটনার বিষয়ে কুলাউড়া থানার মামলা নং-২৭, তারিখ: ২৫/০৪/২০২৩ খ্রিঃ, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১) রুজু করা হইয়াছে।



