কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।
তার বয়স আনুমানিক (৪০) বছর। আজ ২ আগষ্ট ২৩ ইং মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকার মনু নদী থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীতে মঙ্গলবার বিকেলে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪ টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন বলেন, জানিনা কোন মায়ের বুক খালি হয়ে এই লাশ নদীতে আসলো।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন দেব নাথ জানান, অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।



