সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বৃহত্তর পশ্চিম ফরিদপুর যুব সংঘের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ফয়ছল আহমদ ও আবু তাহেফ শিবলু’র সহযোগিতায় ওয়ান নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
যুব সংঘের উপদেষ্টা মো. আফতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মারুফ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কামাল আহমদ, সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ব্যবসায়ী শাহ কামাল, সাবেক ফুটবলার আব্দুল গণি, সামাদ, শাহিন, উজ্জ্বল, রাবেল, জামিন, অনিক, জুবেল, সুমন, রিফাত।
অনুষ্ঠানে ফরিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ১৮ মাসে হিফয সম্পন্ন করায় হাফিজ সুলতান আহমদ কে সংবর্ধনা প্রধান করা হয়।



